রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :-
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার তোতা মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৫০) ও শেখ লিটন। পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তা সংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ তিনি গত ২৬ মে ২৬৮ পুড়িয়া গাঁজা ও ১ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে আটক গ্রেপ্তার হয়। তবে মাত্র ২৮ দিনের মাথায় জামিনে এসে আবার মাদক ব্যবসা শুরু করে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে সাংবাদিকের নামে আওয়ামী আইনজীবীর মিথ্যা মামলা দায়ের, সাংবাদিকদের ক্ষোভ!
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.