এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ।
উপজেলার ৮৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা আগামী মৌসুমে আরও কার্যকর ও ফলপ্রসূ চাষাবাদে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী।
আরও পড়ুনঃ কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানী দুইজনের, আহত ১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.