এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার ভোররাতে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এক নারীর ছিন্নভিন্ন দেহাংশ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রবিউল ইসলাম বলেন, “মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক বয়স ৩২ বছরের মতো হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে, সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন (২২)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা এবং হামিদুল ইসলামের ছেলে। এই দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী লালচাঁন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
আরও পড়ুনঃ ঢাকা আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার “
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.