মালিকুজ্জামান কাকাঃ
যশোরে বিভিন্ন স্থানে মহাসড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।
যশোর-বেনাপোল, যশোর ঝিনাইদহ মহাসড়কে এই অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে আন্তঃজেলা বাস, ট্রাকসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ির ফিটনেস, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত যানবাহনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।
এছাড়া যানবাহনে বিভিন্ন ত্রুটি- বিচ্যুতি শনাক্ত করে বিভিন্ন যানবাহন চালকদের সতর্কও করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশীন লুবানা।
এসময় যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার, মাকামে মাহমুদা মীম ও বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক তারিখ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (২১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চলে।
বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক তারিখ হাসান বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে, সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহনকে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
আরও পড়ুনঃ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.