মো: কাউছার পাটোওয়ারী হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ সিদ্দিকুর রহমান।
সম্প্রতি রাস্তার বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এ কাজের নেতৃত্ব দেন ১নং রাজারগাঁও ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ হারেস আহম্মেদ এবং ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সেক্রেটারি। পুরো কার্যক্রমটি সরাসরি তত্ত্বাবধান করেন আরেক সমাজসেবক সালেহ আহম্মেদ, যিনি উপস্থিত থেকে প্রতিটি ধাপ মনিটর করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তা দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।”
জনকল্যাণই মূল লক্ষ্য এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।” উল্লেখ্য, এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.