রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত সতীনকে ছুরিকাঘাত করেছেন এক গৃহবধূ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত শিরিনা বেগম (৩০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী আনোয়ার হোসেনের দুই স্ত্রী—প্রথম স্ত্রী শিরিনা বেগম ও দ্বিতীয় স্ত্রী শান্তি বেগম একই ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে শান্তি বেগম ছুরি নিয়ে ঘুমন্ত শিরিনার ওপর আক্রমণ চালান। ছুরিকাঘাতে রক্তাক্ত শিরিনা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোর্শেদ আলী ও এলাকাবাসীর সহযোগিতায় আহত গৃহবধূকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে শিরিনার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন প্রায় পাঁচ বছর আগে প্রথম স্ত্রী ও চার সন্তানকে রেখে একই গ্রামের আব্দুল আহাদ ওরফে লাল শিয়ালের মেয়ে শান্তিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এরপর দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। কিছুদিন আগে শান্তি বেগম স্বামীর বাড়িতে ফিরে আসেন। এতে শুরু হয় দুই সতীনের মধ্যে দাম্পত্য কলহ। বাড়ি থেকে প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার হুমকি, আধিপত্য বিস্তার ও বিবাদের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ায়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনার আগের দিনও দুই সতীনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল।এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.