নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই আসর থেকে আরো ৬ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার দিবাগত রাত আড়াইটায় দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটি পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) তাদের গ্রেপ্তার করেন।
জামালপুর জেলা পুলিশের ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সংবাদের খবর পেয়ে ওই রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর একটি দল। অভিযানে ওই আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সহ ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন এর বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। এছাড়াও জুয়ার আসর থেকে আব্দুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), চান মিয়া (৬০)।
গ্রেপ্তারের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং সোমবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ১৭৫ হতদরিদ্র পরিবারের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.