বিশেষ প্রতিবেদক
দিন আসে দিন যায় কিন্ত সরকারি এই জমিটি আজো দখল মুক্ত হয়নি। আগে দুই কাউন্সিলরের দখলে থাকলেও এখন এটি ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতির কার্যালয়। যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড রায়পাড়া মাদ্রাসা রোডের উত্তর গায়ে অবস্থিত জমিটি। মুজিব সড়ক থেকে ৩০ গজ দূরে। প্রায় পাঁচ শতক জমির বর্তমান মূল্য কোটি টাকা।
ক বছর আগে ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াহিয়া কামাল ঝন্টু জমিটি দখলে নেন। এখানে সেবাব্রত চেতনা পরিষদ সাইন বোর্ড ঝুলিয়ে দেন। পরে এটি যশোর সহ সারা দেশে ফান্টু হাউজ নামে কুখ্যাতি পরিচিতি পায়।
ঝন্টুর মৃত্যুর পর দেশের রাজনৈতিক ক্ষমতার পালা বদল হয়। এরপর জমিটি দখলে নেয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন। তিনি এটিকে আওয়ামীলীগ ক্লাব তৈরি করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার আবারো পালা বদল। আওয়ামীলীগ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় জনতার রোষানলে পড়ে।
আগস্ট ট্রাজেডির পর সেই স্থাপনায় এখন এটি বিএনপি অফিস। আরো পরিষ্কার তথ্য এই ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবুর অফিস এটি। কেউ কেউ বলেন বেড়ে বাবু ভাইয়ের অফিস।
সূত্র জানায়, বিএনপির নেতা কর্মীরা সেভাবে কেউ এখানে যাতায়াত করেন না। কেননা দলের হাই কমান্ডের নির্দেশ কোন দলীয় নেতা কর্মীর দখল দারিত্তে থাকা যাবেনা। নেতা কর্মিরা সেই নির্দেশ মানছেন যথারীতি। এই অফিসটি যথেষ্ট প্রশ্ন জন্ম দিয়েছে। যদিও এই প্রতিবেদক অফিসে যেয়ে কাউকে পাননি। অফিস তালা মারা ছিল।
আরও পড়ুনঃ দিনাজপুরে ৮লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে জেলা প্রশাসক রফিকুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.