মালিকুজ্জামান কাকা
অভয়নগরের রেমিট্যান্স যোদ্ধা এস এম হাসানের খুনিদের ফাসির দাবিতে সিদ্ধিপাশা ইউনিয়নের ডি.আই.এন.জি.এস মাধ্যমিক বিদ্যালয় ও নাউলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে নাউলী শংকরপাশা সড়কে ২০ জুলাই রবিবার সকাল ১১ টায় মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা রেমিট্যান্স যোদ্ধা হাসানের খুনি দের দ্রুততম সময়ে বিচার ও খুনিদের ফাসির দাবি জানান। ডি.আই.এন.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইব্রাহিম হোসেন তার বক্তব্যে বলেন, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সদালাপী হাসানের খুনি দের দৃষ্টান্তমুলক শাস্তি হলে এমন অন্যায় করার সাহস কেউ পাবেনা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নাউলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মল্লিক সোলায়মান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সর্দার হারুন আর রশিদ, নিহত হাসানের বড় ভাই মুন্না হোসেন, সমাজ সেবক উজ্জ্বল হোসেন, সুজা উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া এশা সহ আরও অনেকে।
খুনের শিকার হাসান (২৮) অভয়নগর উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে। ২০১৮ সালে কুয়েতে যাওয়ার পরে সাত বছর পর তিনি দেশে ফিরে আসেন। গত (১৪ জুন) রাতে হাসান বন্ধুদের সাথে দেখা করতে যেয়ে নিখোঁজ হন । দুই দিন পর,১৬ জুন বেলা ১১টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাছের ঘেরের পাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মুন্না হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ রায়পাড়ায় আওয়ামীলীগ ক্লাব এখন বিএনপি অফিস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.