
মোঃ লিটন হোসেন কুষ্টিয়া থেকে ফেরেঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আড়ুয়াপাড়া এলাকার ব্যবসায়ী এম. এম. আজহারুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন—তারই এক আত্মীয় প্রাথমিকভাবে “প্রাণ সুপার আইসক্রিম” নামক একটি ফ্র্যাঞ্চাইজির আড়ালে প্রতারণার মাধ্যমে তার ব্যবসা লুটে নিয়েছে। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় অভিযুক্ত আবু সাঈদের (পিতা: মৃত আব্দুল আজিজ, সাং: ঝাউদিয়া, কুমারখালী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ী আজহারুল ইসলাম অভিযোগে জানান, তিনি ও তার ভাই ২০২২ সালের ২২ এপ্রিল “প্রাণ সুপার আইসক্রিম” নামে একটি আইসক্রিম ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ব্যবসা শুরু করেন। আবু সাঈদ তার ব্যবসার ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং ব্যাংক লেনদেনসহ ব্যবসার সমস্ত অর্থনৈতিক দিক দেখভাল করতেন। এক পর্যায়ে আবু সাঈদ ব্যবসার সকল টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দেন।
অভিযোগ অনুযায়ী, গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৩টার দিকে ব্যবসায়িক হিসাবের জন্য টাকা চাইলে আবু সাঈদ ৮ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে জানান এবং পরদিন ২২ এপ্রিল ২০২৫ তারিখে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি এবং দোকানের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
ব্যবসায়ী আজহারুল ইসলাম বলেন, “আমি আমার সর্বস্ব বিনিয়োগ করেছি। সে আমার বিশ্বাসের অপব্যবহার করে পুরো ব্যবসা লুটে নিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং বিচার দাবি করছি।”
কুমারখালী থানার ওসি (ভারপ্রাপ্ত) জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের প্রতারণা ব্যবসায়ীদের জন্য হুমকিস্বরূপ এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা
আরও পড়ুনঃ নলছিটিতে পৌর শ্রমিক দলের নব গঠিত কমিটি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Leave a Reply