মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি;
গত রাতে ইসলামী নবজাগরণ সংগঠনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নবজাগরণ কমপ্লেক্সে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। এই চুরির পেছনে পূর্ব-পরিকল্পিত শত্রুতামূলক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কমপ্লেক্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে কম্পিউটারের মনিটর, মোবাইল, মূল্যবান দলিল ও নথিপত্র, মাইকের সরঞ্জাম, টর্চ লাইট সামগ্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। আনুমানিক ৫০ হাজার টাকার অধিক মালামাল চুরি হয়েছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ইতোমধ্যে চুরির ঘটনায় চট্টগ্রামের রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দ্রুত তদন্ত ও চোরচক্র সনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী নবজাগরণ সংগঠনের দায়িত্বশীলগণ বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরণের ঘটনা অকল্পনীয়। আমরা হতবাক ও ব্যথিত। প্রতিষ্ঠানের সাথে কেউ শত্রুতাপরায়ণ হয়ে এ ধরনের কাজ করতে পারেন বলে আমাদের ধারণা। আমাদের এ প্রতিষ্ঠান মাননীয় ধর্ম উপদেষ্টা উদ্বোধন করেছেন। দেশের বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সুতরাং এমন একটি প্রতিষ্ঠানের কেউ ক্ষতিসাধান করতে চাইবে তা আমরা কল্পনাও করতে পারি না। অথচ এমনটাই ঘটেছে।
আমরা আশা করব প্রশাসন দ্রুত এর পেছনে কারা ছিল তা উদঘাটন করবেন
আরও পড়ুনঃ “নেতৃত্বে আশার আলো,মিছিলেই জনতার ঢল”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.