নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের জগতপুর হাটখোলা গ্রামের মহবুর রহমানের স্ত্রী মোসলেমা বেগম মুসি (৪২)’র সন্ধান চায় তার পরিবার। গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর কোথাও খুঁজে পাইনি
হারিয়ে যাওয়া মোসলেমা স্বামী জানান আমার স্ত্রী মোসলেমা বেগম মুসি’র সন্ধান পেয়ে থাকলে পেলে নিকটস্থ বিরল থানায় অথবা নিম্নোক্ত নম্বর ফোন দিয়ে (০১৩১৬-৫৩৬২০৫ ও ০১৭৫৫-৯৮৯৬৯২) যোগাযোগ করতে পারেন।
Leave a Reply