সোনারগাঁও নারায়ণগঞ্জ( প্রতিনিধি) : “দেশ গড়তে জুলাই পদযাত্রা”র ১৮তম দিনের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল ১৮ই জুলাই (শুক্রবার) বিকেলে সোনারগাঁয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় নেতারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পদযাত্রা ও পথসভা শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ।
এতে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা।
সোনারগাঁ উপজেলা এনসিপির প্রধান সমন্বয় শাকিল সাইফুল্লাহ জানিয়েছে, কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যে সর্ম্পূণ করা হয়েছে। আগামীকাল নারায়ণগঞ্জ প্রোগাম শেষে বিকেল ৫টার সময় মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে পদসভা করবেন। এখানে পদসভা শেষে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
Leave a Reply