মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নে দিয়ারকৃষ্ণ গ্রামে মাদক সংক্রান্ত বিরোধীদের জেরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা মারধোর ও প্রাণ নাশের হুমকির শিকার হন স্থানীয় আবুল কালামের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া ।
তথ্যসূত্রে জানা যায় , বুধবার দুপুরে ভুক্তভোগী আবুল কালামের ছেলে রাসেল মিয়াকে উপরোক্ত গ্রামের এডভোকেট মনির মার্কেটের দক্ষিণ পাশে দেশীয় অস্ত্র দ্বারা মারধোর করা হয় ও প্রাণ নাশের হুমকি প্রদান করা হয় । এ সময় তাকে (রাসেলকে ) সাহায্য করতে আসা প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার মা আসমা বেগম সহ মারধোরের শিকার হয় ।
পরবর্তীতে গিয়াস উদ্দিন স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নেয় এবং রাসেল ও আসমা বেগম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন ।
এ বিষয়ে ভুক্তভোগী রাসেল মিয়া বলেন মাদক সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে সহ আমার মা ও আমাকে সাহায্য করতে আসা গিয়াস উদ্দিন কে মারধর করা হয় । আমি ও আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে ঘটনার পরপরই সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই এবং চিকিৎসারত অবস্থায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং উক্ত ঘটনার সাথে যারা জড়িত তাদের সবার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন ।
এ বিষয়ে ভুক্তভোগী রাসেল মিয়ার ফুফাতো ভাই মোহাম্মদ ইমাম হোসেন বলেন , এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি ।
উক্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া ৫ নং সাক্ষী মোঃ রেজাউল করিম লাল মিয়া বলেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সামনে হয়েছে এবং আমি উক্ত ঘটনা ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছি এবং মারধরের শিকার হয়েছি ।
এছাড়াও অন্য ভুক্তভোগী ও অভিযোগের ২ নং সাক্ষী মোঃ গিয়াস উদ্দিন সহ পরিবারের সদস্যরা ও এলাকাবাসীর অনেকেই উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেইসাথে দোষীদের শাস্তির দাবি করেন ।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে তাদের কাউকে না পেয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
উপরোক্ত ঘটনার বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।
আরও পড়ুনঃ অভয়নগরের তরিকুল হত্যা মামলা ৫ আসামি আটক, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.