
মোহাম্মদ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে। অল্প বৃষ্টি হলেই দুই বিদ্যালয়ের মাঠে আশপাশের পানি এসে জমে থাকে। নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দিনের পর দিন জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি স্কুলে আসা-যাওয়াতেও পড়ছে নানা ঝামেলায়।
শিক্ষার্থী তাহমিনা আক্তারের ভাষ্য,সবখানে উন্নয়ন হলেও আমাদের স্কুলে এখনো তার কোনো ছোঁয়া লাগেনি। দুইটা স্কুলে অনেক ছেলেমেয়ে পড়ে। মাঠ ভরাট আর ড্রেন নির্মাণ হলে সমস্যা আর থাকবে না। প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকাশ জানায়, স্কুলে আসার সময় পিচ্ছিল কাদায় পড়ে যাই। ব্যাগ, বই, জামাকাপড় সব ভিজে যায়। আমরা মাঠে খেলতেও পারি না। অন্যদিকে বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবরিনা বলে, বাজার ও পাশের বাড়ির পানি আমাদের স্কুল মাঠে এসে জমে যায়। মাঠ নিচু হওয়ায় পানি বের হয় না। মশা-মাছির উপদ্রবও বাড়ছে প্রতিদিন।
আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার বলেন, প্রতিদিন মাঠে পানি জমে থাকে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা তো বন্ধই, বরং স্কুলে এসে বসাও কষ্টকর হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, বিষয়টি জানার পর আমি ইউনিয়ন প্রশাসককে জানিয়েছি। তিনি স্কুল পরিদর্শনও করেছেন। জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসী বলছেন, দুই স্কুলের মাঠ দ্রুত মাটি দিয়ে ভরাট করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ অত্যাবশ্যক। তা না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা—উভয়ই চরম হুমকির মুখে পড়বে।
আরও পড়ুনঃ দেওয়ানগঞ্জের ডাংধরায় বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
Leave a Reply