মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিনে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।
এ সময় অন্যানের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা,জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ,জেলা কালেক্টরের স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল সহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদেরকে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।
আরও পড়ুনঃ নরসিংদীতে সিটি হাসপাতাল: পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.