এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ টানা বর্ষণে পানিতে ডুবে গেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে করে বিপাকে পড়েছে ওই স্কুলের শিক্ষার্থীরা।
জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে জমে থাকা পানির কারণে মাঠটি একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীরা খেলাধুলা বা শরীরচর্চার কার্যক্রমে অংশ নিতে পারছে না। এমনকি স্কুলে প্রবেশের সময় অনেক সময় হাঁটু পর্যন্ত পানির মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে।
এ নিয়ে অভিভাবক এবং স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, বছরের পর বছর ধরে স্কুল মাঠে পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এই দুর্ভোগ পোহাতে হয়।
মাঠের পানি আগে পাশের নদীতে চলে যেত। কিন্তু এখন পাশের বাড়ির লোকেরা প্রাচীর দেয়াই পানি নদীতে যেতে পারে না, পাইপে পানি নিচে দিলে ভালো হয়। এছাড়া প্রশ্ন তুলে সরকার উন্নয়নের যে মাটির টাকা সেগুলো কি করা হয়?
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত পানি নিষ্কাশন ও মাঠ সংস্কারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাইপ লাইনের মাধ্যমে পাশের নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ভালো হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নজরুল ইসলাম, সেরা উপজেলা নলছিটি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.