মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন ফিশারীঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম মেট্রো কার্যালয়।
গত কাল শনিবার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা ৬টায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালীন সময়ে পুরাতন ফিশারীঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তার দেহে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৫০ পিস ইয়াবা।
গ্রেফতার ব্যক্তির পরিচয়:
গ্রেফতারকৃত আসামির নাম রহমান বেপারী (৪০)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার সিটি খাঁন ইউনিয়ন পরিষদের চদ্দলোধ খাঁন এলাকার বেপারী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম সামসুদ্দিন বেপারী, মাতার নাম হাজেরা বেগম এবং স্ত্রীর নাম ফাতেমা ওরফে বকুল বেগম।
মামলা দায়ের: গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রেজিস্টারে নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূল এখন সময়ের দাবি। চট্টগ্রাম মহানগরীকে মাদকমুক্ত করতে আমাদের প্রতিটি টিম নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য: চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ডিএনসি নিয়মিত গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এই সংস্থাটি। দেশের যুব সমাজকে রক্ষা করতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.