নিজস্ব প্রতিবেদকঃ মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় গ্রেফতার-৭ চিরুনি অভিযানের চিন্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হতে পারে।
মি.চৌধুরী বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা খুবই একটা দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কোন সভ্য সমাজে মেনে নেয়া যায় না। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, “রাজশাহীর নিউমার্কেট চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।"
এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অভ্যন্তরীণ তদন্তের পর ঘটনা সংশ্লিষ্ট অপরাধীদেরকে গ্রেফতার করছে, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধী যে দলেরই হোক না কেন কোন তাকে ছাড় দেওয়া হচ্ছে না। দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আমাদের সবারই'বলেন মি. চৌধুরী।
আরও পড়ুনঃ শৈলকুপায় পাট যাক দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের উপর ভাইয়ের নৃশংস হামলা: আহত ৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.