তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী ফজলুর রহমান তাঁরা'র সম্মানে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দোলাল হোসেন দেলোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান তাঁরা বলেন, "এই সংবর্ধনা আমার একার নয়, এটি শেরপুর জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিটি বিএনপি নেতাকর্মীর সম্মানের প্রতিফলন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সমর্থন জানান ফজলুর রহমান তাঁরা’কে।
বক্তারা বলেন, "ফজলুর রহমান তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।"
তাঁদের প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফজলুর রহমান তাঁরা শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী হয়ে মাঠে নামবেন এবং বিজয়ী হয়ে গণমানুষের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ফজলুর রহমান তাঁরা’র নেতৃত্বে আগামী দিনে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যা,আহত-১ আটক-২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.