তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)। জানা যায়, বাবুল মিয়ার আগের সংসারে তিন কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে মরদেহ উদ্ধারকৃত বাবুল মিয়ার ভগ্নিপতি মঞ্জুরুল হক জানান, “গতকাল বাবুল তার ভাগ্নির বিয়ে দিয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে নালিতাবাড়ীতে আসে। সে আমাদের কখনো জানায়নি যে দ্বিতীয় বিয়ে করেছে, তবে তার সেই স্ত্রী মাঝেমধ্যে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। তাদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো ছিল না।”
একইদিনে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকা থেকেও আরও একটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ দুটি শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুটি ঘটনায়ই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে গ্রেপ্তার -৪
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.