
নিজস্ব প্রতিবেদকঃ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরই নির্বাচনসহ অন্যান্য কাজে মনোযোগ দেবে বিজিবি: ডিজি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বলেছেন,“সিমান্ত রক্ষায় আমাদের সজাগ থাকাই সর্বোচ্চ অগ্রাধিকার। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরই নির্বাচন এবং অন্যান্য দায়িত্বে বিজিবি পূর্ণ মনোযোগ দেবে।”
তিনি আরও জানান,বিজিবি সদস্যরা সীমান্তের প্রতিটি ইঞ্চি জমিতে নজরদারি চালিয়ে যাচ্ছেন, মাদক ও চোরাচালান দমনসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জোর দিতে হবে। নির্বাচনের সময়ও বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন সৈনিক,উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতিনিধি। প্রশাসনিক দিক থেকে জানানো হয়, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী নির্বাচনের পূর্বে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনবে। পারিপার্শ্বিক সবাইকে নিয়ে নির্বাচনকে ঘিরে সব ধরনের কার্যক্রম বাংলাদেশব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদন করবে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ গণপিটুনিতে যুবক নিহত
Leave a Reply