এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
গতকাল ভোরে আগুনে পুড়ে যাওয়া শৈলকুপা পৌরসভার রোডে আগুন লেগে পুড়ে যাওয়া মাহিন টেলিকম পরিদর্শন করেছেন, জামায়াতে ইসলামীর মনোনীত ঝিনাইদহ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি নেতৃবৃন্দের সঙ্গে তা প্রদর্শন করেন।
উল্লেখ্য গতকাল স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দোকান মালিক মিলন জোয়ার্দার জানান, আগুনে তার দোকানের কমপক্ষে *৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়*। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, *বিদ্যুতের শর্ট সার্কিট* থেকে আগুনের সূত্রপাত।
তিনি আরো জানান, দোকানে থাকা বিভিন্ন মালামাল, মোবাইল, মেরামতের যন্ত্রপাতি পুড়ে শেষ হয়ে গেছে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন উপস্থিত হয়ে কাজ শেষ করেন।
আগুন নিয়ন্ত্রণে আনায় আরও বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
দোকান মালিকের দাবী, “সকালে খবর পেয়ে এসে দেখি ধোঁয়া বের হচ্ছে, সাটার খুলেই দেখি ভেতরটা জ্বলছে। আগুন নিভানো পর্যন্ত অনেক কিছুই শেষ হয়ে গেছে।”
আরও পড়ুনঃ প্রতিটি রাতে আতঙ্কে কালীগঞ্জের বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা উপকরণ নিয়ে পালাচ্ছে চক্র
Leave a Reply