এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে টাস্কফোর্সের যৌথ অভিযান। অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ।
বৃহস্পতিবার (১০জুলাই)
বিকেলে এ অভিযান চালান তারা। এ সময় তিন দোকান থেকে অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর শহরে অভিযান চালান যৌথ টাস্কফোর্স। এ সময় ওই বাজারের মেসার্স হাফিজুর স্টোর, উত্তম স্টোর, এবং সবুজ ট্রেডার্স থেকে ২৯২.৫ কেজি চায়না কারেন্ট জাল ও ৬.৫ কেজি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য চৌদ্দ লক্ষ সত্তর হাজার একশত নব্বই টাকা। এছাড়া দোকানে অবৈধ মালামাল সংরক্ষণ এবং বিক্রয় করার অপরাধে ৩ দোকান মালিককে সর্বমোট ৬,০০০/-টাকা নগদ অর্থ দণ্ড করা হয়।ঝিনাইদহ জেলার চীফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ তানভীর ইসলাম সাগরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে কারেন্ট জাল ও পলিথিন কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে আগুন দিয়ে ধ্বংস করেন। সে সময় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, ঝিনাইদাহের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী, মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটেলিয়ানের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সহ বিজিবি এবং জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.