
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকা এর সম্পাদক ও সাবেক জালানি উপদেষ্টা ড. মাহমুদুর রহমান এঁর মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম এঁর ইন্তেকালে গভীর শোক ও শোক সপ্তত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নলছিটি উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালে শোক সভায় সংস্থার সহসভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি আবদুল কুদ্দুস তালুকদার’র সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা, সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, ধর্মবিষয়ক সম্পাদক সাইদুর রহমান কবির প্রমুখ।
এসময় সংস্থার অনান্য সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান এঁর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসপ্তত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান। সবশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তিনি ৬জুলাই ভোর ৫টায় ঢাকা মগবাজার ইনসাফ বারাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি কয়েকদিন থেকে নানা যটিলতায় ভুগছিলেন।
Leave a Reply