মালিকুজ্জামান কাকাঃ চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন জেলার ৮ উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যশোরে ব্যানারে এই কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন মর্মে অভিযোগ করেন। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও মাথায় মনি পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তাদের দাবির মধ্যে আরো রয়েছে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনর্র্র্নিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তরা বলেন, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক কর্মে নিয়োজিত। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন এরা।
এছাড়া রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।
হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মহিদুল ইসলাম সবুজ বলেন, স্বাস্থ্য খাতে সকল আন্তর্জাতিক অর্জন তাদের মাধ্যমেই হয়েছে। বিগত সকল সরকার শুধু আশার বাণী শুনিয়েছেন, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ করতে হবে।
সভাপতি আরো বলেন, আমরা মানবত জীবনযাপন করছি। আশাকরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশে হাজার হাজার স্বাস্থ্য সহকারীর আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়ন করবে।
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা আসাদুর রহমান, শাহনাজ পারভীন প্রমুখ।
আরও পড়ুনঃ যশোরে ১৯ জুলাই থেকে বৃক্ষমেলা শুরু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.