1. admin@dashani24.com : admin :
  2. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  3. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  4. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  5. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  6. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  7. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  8. lalsobujbban24@gmail.com : Md. Shahidul Islam : Md. Shahidul Islam
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

রাজিবপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ প্রাণচাঞ্চল্য, দোয়া ও সমর্থন প্রত্যাশায় মাঠে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক জনগণের ভালোবাসা আর দোয়া নিয়েই এগিয়ে যেতে চান এই জননেতা

কুড়িগ্রামের রাজিবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে নতুন করে গতি পেয়েছে জামায়াতে ইসলামীর কার্যক্রম। রাজিবপুর, রৌমারী ও চিলমারী নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বর্তমানে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের হাট-বাজার, রাস্তার মোড়, দোকানপাট, অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লায় দিনরাত ছুটে বেড়াচ্ছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল বাশার, আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা। তারা একযোগে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা, তুলে ধরছেন দলের লক্ষ্য ও রাজনৈতিক দর্শন।

গণসংযোগকালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,

“আমি রাজনীতিকে কখনো পেশা হিসেবে দেখিনি, বরং জনগণের সেবা ও অধিকার রক্ষার একটি মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণের অধিকার, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।”

তিনি আরও বলেন,

“জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যা দেশপ্রেম, ন্যায্যতা ও কল্যাণের পথে কাজ করে যাচ্ছে। আমি যদি সুযোগ পাই, তাহলে এই জনপদের মানুষকে সঙ্গে নিয়েই আমি রাজিবপুর, রৌমারী ও চিলমারীর সার্বিক উন্নয়নে কাজ করব।”

গণসংযোগের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি। অনেকেই বলেছেন,

“এমন একজন শিক্ষিত, সৎ, বিনয়ী এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ আমাদের মাঝে রাজনীতিতে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর এই ধারাবাহিক কর্মসূচি নির্বাচনের আগে জনমনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে।

আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,

“আমি কারও বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষে কাজ করতে চাই। মানুষের প্রতি ভালোবাসা, আল্লাহর ওপর ভরসা এবং দ্বীনী দায়িত্ববোধ থেকেই আমি এ পথে এসেছি। আমি দোয়া চাই, যেন আল্লাহ আমাকে জনগণের খেদমতের জন্য কবুল করেন।”

রাজনীতিতে ভিন্ন ধারার এই উপস্থিতি, তাঁর সৎ জীবনযাপন ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হওয়ার কারণে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মোস্তাক। ফলে রাজিবপুরের রাজনীতিতে ইতিমধ্যে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

জনগণের দোয়া, আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান — এ প্রত্যয় নিয়েই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের পথচলা অব্যাহত রয়েছে।

শেষে তিনি আহ্বান জানান,

“আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি এবং কুড়িগ্রাম-৪ আসনে জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারি।”

আরও পড়ুনঃ যশোর-৪: বাঘারপাড়া-অভয়নগর টিএস আইযুব বনাম স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park