রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় কর্তৃক অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার(৮জুলাই) সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকা বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকায় ও নকল সিগারেট থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোতে জরিমানা করা হয়।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- রবিন আরমান স্টোর ১০ হাজার টাকা, নয়ন স্টোর ৫হাজার, হামিদুল স্টোর ৩ হাজার টাকা, মনির এন্টারপ্রাইজ ২ হাজার টাকা, পাপ্পু খেলাঘরকে১০ হাজার টাকা সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।
অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.