মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মেঘনা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১১.টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মালেক।
সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের সিনিয়র ভিডিও এডিটর (নিউজ) মো.জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক বঙ্গ জননী পত্রিকার বার্তা সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মো.আলমগীর হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের মেঘনা উপজেলা প্রতিনিধি মো. ইমাম হোসেন, দৈনিক ভোরের কাগজের মো.ইব্রাহীম খলিল মোল্লা, দৈনিক দেশ রূপান্তরের মোঃ হাসান মাহমুদ মুক্তি, দৈনিক যায়যায়দিনের মোঃ আলম শাহ অয়ন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি মো.নাইমুল ইসলাম শহীদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. আলাউদ্দিন ইসলাম, দৈনিক নয়া দিগন্তের মো. নাজমুল হোসেন এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য, দৈনিক ঐশী বাংলা ও দৈনিক সময় সংবাদ পএিকার মেঘনা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন (নিজাম) প্রমুখ ও উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকেরা তাদের বক্তব্যে মেঘনা উপজেলায় পেশাগত কাজের বিভিন্ন প্রতিবন্ধকতা, যেমন-সংবাদ সংগ্রহে বাধা, প্রশাসনিক অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ তুলে ধরেন।
এমনকি উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্যের অবাধ বিক্রি, নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে সম্মিলিত আলোচনা করেন তাঁরা। এছাড়াও, উপজেলা ও থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের সেবামূলক কার্যক্রম ও অনিয়ম নিয়েও বিস্তর আলোচনা হয়।
সংবাদপত্রে সত্য ও নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এসব সমস্যার বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকেরা।
সভা শেষে উপস্থিত সাংবাদিকেরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। ক্লাবের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। সেই সাথে প্রেসক্লাবের সদস্যদের আরো সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।
আলোচনা সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে মেঘনা উপজেলা প্রেসক্লাব উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনে সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ধরে রেখেছে। আগামীতেও সংগঠনের ঐতিহ্য ধারন করে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন জাতীয় রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম জেলার কার্যকরী কমিটি গঠনে জরুরি সভা সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.