নিজস্ব প্রতিবেদক মোঃ ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে বিনামুল্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে
চারা বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিরিরবন্দর উপজেলার আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় জরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজি, মরিচ, পেঁয়াজ,এয়ার ফ্লো মেশিন,তাল,লেবু, জাম,কাঁঠাল,আম, নারিকেলসহ বিভিন্ন ফলের চারা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও উদ্যমী কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার-৩ জুলাই সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস চত্বরে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। চারা ও বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা। এ সময় হর্টেক্সের ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোগী কৃষকদের মাঝে নারিকেল গাছের ২০০টি, তাল গাছ ১৫০টি চারা এবং বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় সার,বীজ আম, নারিকেল ও তালসহ বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও ৯০০ জন শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হবে। চারা বিতরণের পরবর্তী চারা পরিচর্যার বিষয়েও আমরা গুরত্ব দিচ্ছি। এজন্য সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারীদের সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন,প্রথমবারের মতো এবারই কোন প্রকল্পের মাধ্যমে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে আমরা কখনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে গাছ বিতরণের কর্মসূচি দেখিনি। আমি মনে করি, নিঃসন্দেহে এটি সরকারের একটি চমৎকার উদ্যোগ। তবে মনে রাখতে হবে,পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব হবে। 'ইনশাআল্লাহ'
আরও পড়ুনঃ বিয়ের অনুমতি না দেয়ায় অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.