এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবে হাজারো ভক্তের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আজ (৫ জুলাই) শনিবার দুপুর ৩টায় শৈলকুপা শহরের নগরপাড়া এলাকার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। সুসজ্জিত রথে শ্রীজগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ স্থাপন করে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ হাজারো ভক্ত এতে অংশগ্রহণ করেন। অনেকে রথ টানার সময় মন্ত্রোচ্চারণ ও কীর্তনে অংশ নেন। বিশ্বাস করা হয়, রথ টানলে পুণ্য লাভ হয় এবং জীবনে শান্তি আসে।
উল্লেখযোগ্যভাবে, রথযাত্রার শোভাযাত্রা চলাকালীন আসরের আজান শুরু হলে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা ধর্মীয় সহমর্মিতা প্রদর্শন করে তাৎক্ষণিকভাবে ঢোল ও বাদ্যযন্ত্র বন্ধ করে দেন। উপস্থিত মুসলিম নাগরিকরাও এ আচরণকে ধর্মীয় সম্প্রীতির বিরল উদাহরণ হিসেবে অভিহিত করেন।
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী মেলা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসব নির্বিঘ্ন রাখতে শৈলকুপা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতি বছর রথযাত্রা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় চেতনার প্রতীক। মুসলিম-হিন্দু সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এতে অংশ নেন, যা আমাদের সমাজে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
আরও পড়ুনঃ ঝিনাইদহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.