নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বকশীগঞ্জ মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।
এ সময় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও যেকোনো ক্লান্তি-লগ্নে জনস্বার্থে সাংবাদিকতা করার আহবান জানান। তারা গণমাধ্যমকে দেশের যেকোনো প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানান। পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে জাতীয় পরিচয়পত্র সংশোধনে ঘুষ দাবির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.