নিজস্ব প্রতিবেদক মোঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে পেশাজীবী সাংবাদিকদের অংশগ্রহণে বিশেষ সাধারণ সভা দিনাজপুর-জেইউডি,রেজিঃ নং-২৯৩৬ এর
দিনাজপুরের গনেশতলা চিলিস চাইনিজ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সাধারণ সভা ৫জুলাই ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ সভার মূল আয়োজক ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব প্রবীণ সাংবাদিক
জি.এম.হিরু ভাইয়ের নেতৃত্বে দিকনির্দেশনায় এক আবেগঘন,
সুশৃঙ্খল প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা মোঃ দিলাওয়ার হোসেন শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিক ও সাংবাদিক ইউনিয়নের আরেক উপদেষ্টা, জনাব শাহিন খান, যিনি বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুপরিচিত।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জি.এম.হিরু ভাই যিনি তাঁর দৃঢ় নেতৃত্ব,আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে পেশাজীবী সাংবাদিকদের মাঝে এক অনন্য সংহতির বার্তা পৌঁছে দেন। তিনি বলেন,সাংবাদিকতা কেবল পেশা নয়,এটি একটি দায়িত্ব,যা সত্য প্রকাশে আপোষহীন ভূমিকা রাখে। আজকের এই সম্মিলন তারই প্রমাণ।
সাধারণ সভায় দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পেশাজীবী সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং সকলের মধ্যে পেশাগত মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে এক জমকালো মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানের পরিপূর্ণতায় নতুন মাত্রা যোগ করে।
সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজক সভাপতি জি.এম. হিরু ভাইয়ের নিপুণ পরিচালনা,সজ্জন অতিথিদের উপস্থিতি এবং পেশাজীবী সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে এবারের বিশেষ সাধারণ সভা হয়ে উঠেছিল দিনাজপুর সাংবাদিক সমাজের জন্য এক স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা দিনাজপুরের মাটিতে।
Leave a Reply