মোঃজাহেরুল ইসলাম আটোয়ারী,(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে স্কুলের মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও গত বছরে ওই স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল।
স্কুলের প্রতিষ্ঠাতা মৃত মিজানুর রহমানের ছোট ভাই জহিরুল ইসলাম, অবিভাবক সদস্য ফিরোজ আলী, আটোয়ারী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাস-২ এর প্রধান ইতি রানী রায়, ক্যাম্পাস-৩ এর প্রধান সালেহা বেগম, সিনিয়র শিক্ষক সখিনা বেগম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃইউসুফ আলী, সাধারন সম্পাদক মোঃজাহেরুল ইসলাম সহ ওই প্রতিষ্ঠানের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্কুলের প্রতিষ্ঠাতা মৃত মিজানুর রহমান ও উপদেষ্টা মৃত রেজাউল আলমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও গত বছরে ওই স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ সহ সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুনঃকালিহাতীর সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
Leave a Reply