তানিম আহমেদ নালিতাবাড়ী (প্রতিনিধি): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামে এক অসহায় পরিবারকে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। গত শুক্রবার (৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টিউবওয়েল স্থাপন করা হয়, যা ওই পরিবারের জন্য এক মহান উপহার হয়ে দাঁড়িয়েছে।
বিগত ৩-৪ বছর ধরে ৮০ বছর বয়সী মো. মোকছেদ আলী ও তাঁর পরিবার বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। পানির জন্য তিনি প্রায়ই অন্যের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন, যা তাঁর দৈনন্দিন জীবিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাঁর এই সমস্যাটি স্থানীয় প্রতিনিধি সারোয়ার হোসাইন এবং জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফের মাধ্যমে ইউএনও ফারজানা আক্তার ববির নজরে আসে। বিষয়টি শুনে ইউএনও তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে দ্রুত সময়ে এই টিউবওয়েল স্থাপন করা হয়।
এ বিষয়ে মো. মোকছেদ আলী বলেন, "আমি লেবু বিক্রি করে সংসার চালাই। একটা টিউবওয়েলের জন্য ৩-৪ বছর ধরে চেয়ারম্যান-মেম্বারদের কাছে ঘুরেছি, কিন্তু কেউ আমার জন্য একটি পানির কল দেয়নি। আজ যখন ইউএনও ম্যাম শুনে আমাকে একটি টিউবওয়েল দিয়েছেন, তখন থেকে আমি আর পানির জন্য অন্যের বাড়িতে যেতে হবে না। আল্লাহ ইউএনও ম্যাম আর আমার নাতিদের ভালো রাখুক।"
এ প্রসঙ্গে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, "প্রতিটি মানুষের নিরাপদ পানির অধিকার রয়েছে। একজন ইউএনও হিসেবে আমি চেষ্টা করেছি, অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে।" তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে এলাকার প্রতিটি অসহায় পরিবার পানির সমস্যা থেকে মুক্তি পায়।"
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.