এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গুরুত্বপূর্ণ সেচ খালের ওপর অবস্থিত ব্রিজটি ভেঙে পড়েছে, ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছে আশপাশের অন্তত ২০-৩০ গ্রামের মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ জনগণ।
ব্রিজটি ভেঙে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে ঐ গ্রামের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। এখানে একটি কলেজ, একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুল রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ থেকে ৬০০ জন। সকাল-বিকাল ভাঙা ব্রিজ পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।
স্থানীয়রা জানান, তিন মাস আগে থেকে ব্রিজ টিভেঙে গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পথটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও রোগীসহ সব শ্রেণির মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয়দের দাবি, বৃষ্টি মেরামত না হলে মাল বোঝাই গাড়ি নেয়ার সম্ভব হচ্ছে না বাজারে।
জরুরিভিত্তিতে একটি নতুন ব্রিজ নির্মাণ না করলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং কোনো সময় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.