এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি ভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ি গ্রামে অবস্থিত হযরত আবু হুরাইরা (রা:) নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এবং এতিমখানার সকল শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করে সংগঠনটি।
এসময় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুর রহমান ফারুকী, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামীম হোসেন, জিহাদ হোসেন, সোহেল তানভীর, নাজমুল হাসানসহ মাদ্রাসার অর্ধশত কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সংগঠনের সদস্যরা মধ্যাহ্নভোজ করেন। এছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করতে সাব-মার্সেবল কল স্থাপন করে দিয়েছে “শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী নাসিরুজ্জামান জোহানের একান্ত প্রচেষ্টায় ও সার্বিক সহযোগিতায় রক্তদান, অসহায় পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, ক্ষুদ্র কর্মসংস্থানসহ সদস্যরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, সামাজিক সংগঠন “শৈলকুপা স্বপ্নবাজ” ফাউন্ডেশন ও হযরত আবু হুরাইরা (রা:) নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর কর্মকান্ড তরান্বিত ও বেগবান করতে সমাজের বিত্তবানদসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন বকশীগঞ্জে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন
Leave a Reply