স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, ইউপি সদস্য ও সুধিজনের সাথে স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনু বেগমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা বিআরডি কর্মকতা শাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার সোহেল আহমেদ,
নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য আবুল কালাম মিঠু, কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজন মিয়া, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ বলেন, জুলাই বিপ্লব আমাদের মধ্যে নতুন ধরনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এখানে বহু মানুষের রক্ত, বহু ত্যাগ-তিতিক্ষা আছে। এটার ফল যদি আমরা পেতে না পারি, এসময়টি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে আবার এরকম সুযোগ কোনোদিন আসবে কিনা সেটা সুদূর পরাহত।
তিনি কুর্শি ইউনিয়নের প্রশংসা করে আগামীতে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদে হিসেবে এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন। ১৩ টা ইউনিয়নের মধ্যে একমাত্র কুর্শি ইউনিয়ন পরিষদের সকল কার্যকম পরিদর্শন করেন।
পরিশেষে স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ কুর্শি ইউনিয়নের কার্ড ধারীদের মধ্যে বি.আর.টিসি পণ্য বিতরণ করেন ও সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় এ-র ছাত্রদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
আরও পড়ুনঃ শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা
Leave a Reply