মোঃ ইসমাইল হোসেন, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী থেকে বাঁশবাড়িয়া সড়কের নির্মাণকাজে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কে জমে থাকা কাঁদা পরিষ্কার না করেই চলছে পেছন দিক থেকে কার্পেটিং (পিচ ঢালাই) কাজ।
এলাকাবাসীর প্রশ্ন—”এভাবে কাজ করে রাস্তাটা কয়দিন টিকবে?”
তাদের আশঙ্কা, অল্প দিনের মধ্যেই নতুন সড়কে ফাটল ধরবে এবং সরকারিভাবে ব্যয় করা অর্থ যাবে অপচয়ে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “যেদিকে তাকাই, দেখি শুধু নেতা, নেতার ভিড়। কিন্তু সঠিক তদারকির কেউ নেই। ঠিকাদাররা ইচ্ছেমতো কাজ করছে, সাধারণ মানুষের কষ্টের কথা কেউ শুনছে না।”
স্থানীয়দের আরও অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী ও তদারকির অভাবের কারণে জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত রাস্তাগুলোর আয়ুষ্কাল অত্যন্ত কম।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এমন অনিয়ম না হয়, তার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষনের শিকার, অভিযুক্ত যুবক পলাতক
Leave a Reply