এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাম-ভাগ্নে দোয়ার পানিতে পড়ে আলিফ নামে (২) বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুশনা ইউনিয়নে বহরমপুর গ্রামে। সে ওই গ্রামের মন্টু রহমানের ছেলে।
মৃত আলিফের দাদা আবুল কাশেম বলেন, বাড়ির সাথে মামা ভাগ্নের দোয়া। সে বাড়িতে খেলছিল। খেলতে খেলতে কোন এক সময় সে পানিতে পড়ে যায়। তাকে বাড়ির উঠানে খেলতে না দেখে আশে পাশে খুজতে থাকি। কিছু সময় পর ওই দোয়ার পানিতে তার মৃত দেহ ভাসতে দেখে স্বকজনরা।
সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার তানভীর জামান প্রতীক তার মৃত ঘোষণা করেন। তিনি তিনি জানান হাসপাতালের পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমি অবগত নই। তারপরও কোন অভিযোগ না থাকলে মৃত্যুর বিষয় কোন আইনি পদক্ষেপ নেয়া হয় না।
আলিফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। কান্নায় ভারি হয়ে উঠেছে গোটা এলাকা।
আরও পড়ুনঃ শৈলকুপায় স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির কমিটি গঠন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.