রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে নেমে মোঃ আব্দুল্লাহ (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের ২দিন পর উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন সাজিমারা দশানী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
শনিবার (২৮জুন) দুপুর ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারের ব্রিজের নীচে দশানী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়।
নিহত আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড়া এলাকার জামরুল মিয়ার ছেলে।
সে স্থানীয় আল নূর মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জানাগেছে ,আব্দুল্লাহ শনিবার সকালে তার মা সঙ্গে উপজেলার মেরুচর ইউনিয়নে উজান খেওয়াচর তার খালার বাসায় বেড়াতে যায়। দুপুর ২টার দিকে সমবয়সী সাথীদের সঙ্গে দশানী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। অন্যারা তীরে উঠেও সে আর উঠতে পারেনি ।
সোমবার (৩০ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে সাজিমারা দশানী নদীতে শিশু আব্দুল্লাহ মরদেহটি দেখতে পায় স্থানীয়'রা।বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ।
কিন্তু আবদুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সকালে মরদেহটি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা দশানী নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
আরও পড়ুনঃ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.