মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: ২০২৪-২০২৫ অর্থবছরে অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ রক্ষা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন। রবিবার (২৯জুন) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এই পদক প্রদান করেন। শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পাওয়ায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল জানান,ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়ায় প্রত্যেক ব্যক্তির তার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে। কাজের স্বীকৃতি প্রত্যেক মানুষের কর্মের স্বীকৃতি। তেমনি প্রত্যেক মানুষেরই খুশি হবার কথা। তাই আমিও খুশি হয়েছি।এই সম্মাননা আমি অবহেলিত ঝিনাইগাতী উপজেলাবাসীকে উৎসর্গ করছি। কেননা এই উপজেলার প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতার কারণে আমি সফল ভাবে প্রতিটি কাজ করে যাচ্ছি। আমার এই অর্জন উপজেলাবাসীদের সার্বিক সহযোগীতার ফসল।এই সম্মাননা পেয়ে তিনি জেলা প্রশাসন সহ পুরো উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুনঃ মানবতার কাজে প্রশংসিত এপেক্স ক্লাব অব পটিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.