এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতবর পাড়া হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ১ জুলাই’২৫ ইং মঙ্গলবার।
রাজা খালী হাজী মার্কেট পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে বাজারে এবং পুরো এলাকায় সাজসাজ রব পড়েছে। গ্রামের মানুষের কাছেও পরিলক্ষিত হচ্ছে দারুন উৎসব উদ্দিপনা। নির্বাচনের পুর্বের দিন বাজারের দোকানে দোকানে দেখা গেছে জমজমাট উৎসুক মানুষের আড্ডা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রায় প্রতিটি দোকানের দেওয়াল ও পার্টিশন। বাজারের আনাচে কানাচে সাঁটানো হয়েছে বিভিন্ন প্রার্থীর দৃষ্ঠি নন্দন পোস্টার। এলাকার সাধারন মানুষের ধারনা, দারুন এক আনন্দঘন পরিবেশে কাল অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এ নির্বাচনের প্রার্থী ও ভোটাররা সবাই মার্কেটের ব্যবসায়ী হলেও নির্বাচনকে ঘিরে এলাকার স্থানীয় জনগনকে দেখা গেছে বিভিন্ন প্রার্থীর পক্ষে মিছিল শ্লোগানে মুখরিত জমজমাট প্রচারনায়।
রাজাখালী মাতবর পাড়া হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৫ সদস্যবিশিস্ঠ কমিটির সভাপতি, সহঃ সভাপতি, সেক্রেটারী, ক্যাশিয়ার মোট ৪ টি পদের জন্য মোট ১১ জন প্রার্থী জয়লাভের প্রত্যাশায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন যথাক্রমে মোঃ রবিউল আলম (চেয়ার প্রতিক), মনজুর আলম(চশমা প্রতিক) ও আবুল কালাম সওদাগর(আনারশ প্রতিক)।
সহঃ সভাপতি পদে ৩ জন যথাক্রমে মোঃ কামাল উদ্দিন(কলম প্রতিক), আব্দুর রহমান(ফুটবল প্রতিক) ও শাখাওয়াত হোসেন সুমন(সিলিং ফ্যান)
সেক্রেটারী পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন যথাক্রমে ডাঃ নুরুল হোছাইন(টিউবওয়েল), বদরুল আলম(মাছ) ও মোঃ ়আলমগীর(মাইক)
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন যথাক্রমে, আব্বাস সওদাগর(কাটাল), মোঃ আবুল হাশেম(আম)।
রাজাখালীর ঐতিহ্যবাহী হাজী মার্কেটের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৭। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করার জন্য স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
আরও পড়ুনঃ কোটচাঁদপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতাঃ
Leave a Reply