স্টাফ রিপোর্টারঃ যশোর কেশবপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান বি এম এন্টারপ্রাইজ এর মালিক বাবুল আক্তার বাবুর বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি চট্টগ্রাম নাসিরাবাদ শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রা: লিমিটেড এর দুই মালিক সাইফুল ইসলাম মনা ও গোলাম কিবরিয়া মন্টুকে কাজের টাকা পরিশোধ না করে সমুদয় টাকা আত্মসাত করেছেন।
জানা গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর যশোর অফিস খাল খননের দরপত্র আহ্বান করে। ( যার প্যাকেজ নম্বর w-12/2021-22 tender id 709890) ref the Executive Enginieer, Jashore O&M Diivission B W D B, jashore allotment order no W-3/824/1(6), Dated 23-10-2022.২১৯দিনে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। ২৪/১০/২০২২ তারিখে ওয়ার্ক অর্ডার তৈরি হয়। বাজেট ছিল ৪কোটি ৮১ লাখ ৯৪ টাকা ৪৪৩ পয়সা। কাজটির ওয়ার্ক অর্ডার পায় মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রা:লি:।
কাজ শেষ হলে পাউবো যশোর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম কাজের মেমো স্বাক্ষর করেন। নম্বর W-3/824/1(6) Dated- 23/10/2022.
কেশবপুরের হাকর নদী যার পাঁচ কিলোমিটার খনন সম্পন্ন বাবদ চার কোটি ৪৮ লাখ ১০ হাজার ৯৪ টাকা ৪৪৩ পয়সা বিল একা গোপনে তুলে নিয়েছেন বাবুল আক্তার বাবু। পার্টনার দুইজন বিল তুলতে অফিসে যেয়ে দেখেন বিল হাওয়া। তারা খোঁজ নিয়ে জানতে পারেন বি এম এন্টারপ্রাইজের মালিক বাবু ইউনুস এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের মালিক সেজে একাই ঐ টাকা তুলে নিয়েছেন। তিনি আত্ম গোপন করেছেন। পার্টনার দুই জন কেশব পুরে গেলে আর তাকে খুঁজে পাচ্ছেন না। এমনকি ফোন ও ধরছেন না।
ভুক্তভুগি দুই ঠিকাদার এই প্রতিবেদক কে জানান অর্থ না পেয়ে তারা চারিদিকে অন্ধকার দেখছেন। এখন তারা যেন সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছেন।
ভুক্তভোগী দুই ঠিকাদার অর্থ আত্মসাতকারী বাবুল আক্তার বাবুর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজের ২দিন পর মরদেহ উদ্ধার
Leave a Reply