এ.এস আব্দুস সামাদঃ দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও রক্ষার লক্ষ্যে শৈলকুপা উপজেলায় আজ (৩০জুন) সোমবার অবৈধ চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জালের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি ৫ নং কাচেরকোল ইউনিয়নের কচুয়া বাজার, ৩ নং দিগনগর ইউনিয়নের তামালতলা বাজার, পৌরসভার কবিরপুর নতুন ব্রিজের নিচ থেকে মোট ২৮ টি অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেন। মূল উদ্দেশ্য হলো দেশীয় মাছের প্রজনন ও টিকে থাকার পরিবেশ রক্ষা করা।”
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যেসব স্থানে এসব অবৈধ জাল আপব্যবহার হচ্ছে, সেখানে পর্যায়ক্রমে আরও কঠোর অভিযান চালানো হবে। একই সঙ্গে জেলেদের সচেতন করতে প্রচারণা ও প্রশিক্ষণের ব্যবস্থা
নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “চায়না দুয়ারী ও ফিক্স ইনজিল জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব জাল ব্যবহারে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা ভবিষ্যতের মাছ উৎপাদনে বিপর্যয় সৃষ্টি করে।”
স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দেশীয় মাছ রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা
Leave a Reply