মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের শ্রীবরদী সহ পাহাড়ি সীমান্তের রাজা পাহাড় এলাকায় বন বিভাগের উদ্যোগে হাতি ও অন্যান্য বন্য প্রাণীর খাদ্য উপযোগী নবনির্মিত ৪০ হেক্টরে গাছের বাগানে প্রায় ৬০ প্রজাতির গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
২৯ শে জুন রবিবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের কর্ণঝোড়া ফরেস্ট বিটের উদ্যোগে রাজা পাহাড় এলাকায় ২০২৪/২০২৫ অর্থ বছরে পরিচালন ব্যয় খাতের আওতায় ৪০ হেক্টর জমিতে এসব গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো সুমন মিয়ার সভাপতিত্বে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ৪০ হেক্টর জায়গায় বাগানে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।এসময় কর্ণঝোড়া বিট কর্মকর্তা মো: আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা মো: রকিবুল হাসান রকি,ফরেস্টার মাজহারুল হক,স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মেম্বার,
উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু,স্থানীয় বিএনপি'র সভাপতি জামরুল চৌধুরী সহ স্থানীয় জনগোষ্ঠী, উপকারভোগী ও বন বিভাগ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বন বিভাগের উদ্যোগে কর্ণঝোড়া বিটের রাজা পাহাড় এলাকায় ৪০ হেক্টর বনভূমিতে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বাগান
নির্মাণের লক্ষ্যে চাপালিশ,বট,পাকুড়,জলপাই,কাজুবাদাম,কাঠ বাদাম,
ঢাকিজাম,পুতিজাম,কাঠাল,বড়ই,করমচা,বেল,চালতা,আতাফল, বহেড়া,আমলকি,হরিতকি,কৃষ্ণচূড়া,রাধাচূড়া,সোনালু,অর্জুন,শাল, গর্জন,গামার,চিকরাশি,শিলকড়ই,কদম,পলাশ,শিমুল,কাঞ্চন,কানাইডিংগা,ধানছড়া,বাজনা, রঞ্জনা,তাল,গাদিলা,জগডুমুর,
কামরাংগা মহুয়া,সেওরা, কাউফল,নাগেশ্বর সহ প্রায় ৬০ প্রজাতির চারা রোপন করা হবে বলে জানান।
আরও পড়ুনঃ শ্রীবরদীতে গুরুতর অসুস্থ যুবদল নেতা হারুনের পাশে সাবেক এমপি রুবেল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.