তানিম আহমেদ নালিতাবাড়ী ( প্রতিনিধি)
অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও ফারজানা আক্তার ববি ও এসিল্যান্ড আনিসুর রহমান নালিতাবাড়ী উপজেলা প্রথম স্থান অর্জন করেন ও শেরপুর জেলা প্রশাসকের কাছ থেকে বিশেষ সম্মাননা লাভ করেছেন।
২০২৪-২০২৫ অর্থ বছরের শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অদম্য প্রচেষ্টা এবং পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি প্রথম স্থান অধিকার করে বিশেষ সম্মাননা লাভ করেছেন। একই সাথে, তাঁর নেতৃত্বাধীন দল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছে।
একই অর্থবছরে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ভূমি কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিশেষ সম্মাননা পেয়েছেন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
এই অর্জনগুলো অবৈধ বালু উত্তোলন বন্ধে এবং পরিবেশ সুরক্ষায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার এবং সফল প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একই সাথে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবাতেও তাদের দক্ষতা ও কার্যকারিতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক সাফল্য স্থানীয় জনগণের জন্য একটি নিরাপদ ও সুসংগঠিত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুনঃ সামাজিক যোগাযোগ ফেসবুকে অপপ্রচারে তিব্র নিন্দা প্রতিবাদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.