মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা এলাকা থেকে ৫৪ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় ৫৪ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ (৭৫০ মিলিলিটার) উদ্ধার করা হয়।র্যাব জানায়, অভিযান চালানোর সময় মূল আসামি মো.সোলাইমানসহ আরও ২-৩ জন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে র্যাব। মাদক চোরাকারবারিরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক চক্রের মাদক সরবরাহ করছে।
এই ধরনের অপকর্ম রোধে র্যাব সদা সজাগ ও তৎপর রয়েছে।উদ্ধার করা বিদেশি মদ এবং সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।উল্লেখ্য, র্যাব-১৪ দীর্ঘদিন ধরেই শেরপুর ও আশপাশের এলাকায় মাদক,অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সামগ্রী বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.