রাসেল ইসলাম, লালমনিরহাটঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্তের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
তারা হলেন- খুলনার দৌলতপুর থানার খালিশপুর এলাকার কাওছার আলী (৭০), তার স্ত্রী মুন্নি খাতুন (৫৯), কাওছার আলীর ভাই খুরশিদ (৫০), তার স্ত্রী তারা খাতুন (৪৫), মেয়ে রেজিয়া (১২), ছানিয়া খাতুন (১০) ও আমেনা খাতুন (০৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার হোসেনবাদ সীমান্ত দিয়ে ভোরে তাদেরকে পুশইন করেছে বিএসএফ। পরে তারা স্থানীয় একটি মসজিদে অবস্থান নেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে স্থানীয় স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা জানান, পুশইনের শিকার সাতজনই খুলনার বাসিন্দা। দীর্ঘদিন আগে ভারতে অবৈধভাবে গিয়েছিলেন। মঙ্গলবার তাদের পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুশইনের শিকার হয়ে বিজিবির হাতে আটক সবাই বাংলাদেশি নাগরিক, তারা খুলনার বাসিন্দা। তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.