পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মানবিক ও সামাজিক সংগঠন হৃদয়ে মানবতা সংগঠন আয়োজিত ঈদ পূনমিলনী অনুষ্ঠানে ষ্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি অসহায় মানুষের জন্য নিবেদিত মানুষ নুরুল আলম সওদাগরকে এক সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের টীম লিডার এ, জি,এম দাউদুজ্জমান আজাদ এর সভাপতিত্বে গত বুধবার পটিয়া নাহার পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংর্বধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ষ্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নুরুল আলম সওদাগর।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ সায়েম উদ্দিন,আবদুল খালেক.মুহাম্মদ দেলোয়ার হোসেন.রেজাউল করিম. প্রধান অতিথি সংবর্ধিত অতিথি নুরুল আলম সওদাগর বলেন, মানুষ সামাজিক জীব বেঁচে থাকার মানুষ অনেক কষ্টে প্রতিটি সময় পার করেন অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানো অনেক কঠিন কাজ যা প্রতিনিয়ত হৃদয়ে মানবতার ভাইরা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়।
তিনি গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আরও বেশি বেশি সেবায় এগিয়ে আসার জন্য সকল সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন শওকত ওসমান,নজরুল,ওসমান,সজীব,নুুর হোসেন,তামিম,সিজান,ইয়াছিন,সাজ্জাদ,সোহান,হাসিব,ইকবাল,শাবনূর,লিমা,সাজেদা,হাসনাইন,মিজান,আশিক,অভি প্রমুখ।
পরে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি নুরুল আলম সওদাগরকে স্বারক সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply